এফআইআর টিভি অনলাইন ডেস্কঃ আপনাদের জন্যই তো তারা গিয়েছিলেন! ২৮শে অক্টোবরের ঘটনায় সাংবাদিক আহত হয়েছেন ১০ থেকে ১২জন। কয়েক সাংবাদিকের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে কয়েকটি টিভি চ্যানেলের গাড়ি। সাংবাদিকরা টার্গেট হওয়ার কারণ কি? গণমাধ্যমে প্রকাশিত সংবাদ আপনাদের মনমতো হয় না, তাই? আপনাদের ভাষায় সাংবাদিকরা পক্ষপাত করে? হয়তো এসব অভিযোগ আনতেই পারেন। জ্বি,সাংবাদিকতা পেশাটিই অভিযোগে ভরপুর। পুলিশ, ডাক্তার, আমলা, কামলা, রাজনীতিবিদ (ক্ষমতাসীন/বিরোধী) সবারই অভিযোগ থাকে সাংবাদিকদের প্রতি। সংবাদ যখন যার বিপক্ষে যায় সে-ই অভিযোগ করে। অভিযোগ করে পরিবারের লোকজনও। দেশ-দুনিয়ার খবর রাখতে গিয়ে নাকি ঘরের খবরই রাখতে পারে না সাংবাদিকরা। থাক সে অন্য আলাপ। এসব মেনেই আমরা সাংবাদিকতা করি। তাই বলে হামলা করবেন? পেটাবেন? আহত-নিহত করবেন? আজ যাকে পেটালেন তিনি আপনাদের বিটেরই সাংবাদিক। সারাবছর ঝড়-বৃষ্টি উপেক্ষা করে নিয়মিত আপনাদের সংবাদ (আপনাদের দৃষ্টিতে স্বল্প হলেও) প্রকাশে ব্যস্ত থেকেছেন। আজও গিয়েছিলেন আপনাদের খবর সরবরাহ করতে। আপনাদের যদি অভিযোগ থাকে সেটি হতে পারে নীতিনির্ধারকদের বিপক্ষে; যাদেরকে আপনারা দাওয়াত করে খাওয়ান, দাঁত কেলিয়ে ছবি তোলেন। আজ যে রিপোর্টারটি মাঠে গিয়েছিলেন তিনি হয়তো আজ অ্যাসাইনমেন্টের চাপে সকালের নাস্তাটি করতে পারেননি। আপনাদের উচিত ছিল তাদের সহযোগিতা করা। অথচ করলেন উল্টো। আপনাদের পশ্চাৎযাত্রা বোঝার জন্য আজকের নির্বোধ অবস্থানই যথেষ্ঠ। সর্বোপরি জয় হোক মানবতার।