আলিফ আরিফা, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানা পুলিশ বৃহস্পতিবার ২১শে জুন রাতে ঢাকা-টাঙ্গাইল সড়কের কোনাবাড়িস্থ তুসুকা গার্মেন্টস ফ্যাক্টরির সামনে অভিযান পরিচালনা করে এক কেজি গাজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলয়েটসহ দুইজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতাকৃতরা হলেন-রংপুরের মিঠাপুকুর থানা এলাকার চিলাখাল গ্রামের মৃত বোদা মিয়ার ছেলে মোঃ রবিউল ইসলাম (৩৬)। সে কোনাবাড়ির হরিনার চালা পারিজাতের মোঃ শাহিনের বাড়ির ভাড়াটিয়া ও অপরজন জামালপুর জেলার সরিষাবাড়ি থানা এলাকার দাসের বাড়ি গ্রামের মোঃ বাদশা মিয়ার ছেলে মোঃ মনোহর আলী ওরফে বাবু (৩৬)। সেও কোনাবাড়ি বাজারের পেছনে সানোয়ারের বাড়ির ভাড়াটিয়া। এ ঘটনায় জড়িত থাকলেও পালিয়ে যেতে সক্ষম হয়েছেন- গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকার জামালপুর পলাশতলী গ্রামে উচিত ওরফে উজির আলীর ছেলে মোঃ খসরু আলী (৩৫)।
জানা যায়- কতিপয় ব্যক্তি বিক্রয়ের উদ্দেশ্যে মাদক নিয়ে কোনাবাড়ি থানার অন্তর্গত ওই স্থানে অবস্থানরত, বিষয়টি গোপন সূত্র মারফত জানতে পেরে থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা দৌড়ে পালানোর সময় তারা দুজনকে গ্রেফতার করে।
পরে গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি কালে তাদের নিকট থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যবলয়েট উদ্ধার করেন।
এ ঘটনায় কোনাবাড়ি থানায় মামলা নং- ১৮ তাং-২৩/০৬/২০২৩ইং, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/ ৩৬(১) সারণীর ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।