খুলনায় টেন্ডার জমা দিতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা মিলনকে কুপিয়ে আহত করে লিংকন বাহিনী

0
480

আর জে সেলিমঃ খুলনা মহানগরীতে টেন্ডার জমা দিতে যাওয়ার পথে মিলন নামের স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে, লিংকন বাহিনীর লোকেরা।আহত মিলনকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্রলীগ নেতা মিলন জানান, সকালে আমি বিআইডিসিতে টেন্ডার জমা দিতে যাওয়ার পথে লিংকন বাহিনীর সন্ত্রাসীরা, তাহার ভাই বাবু (৩২), রেজাউল (৩০),আজমাইন (২৫), আলামিন( ২৩), জসিম (২৫), সহ আরো অজ্ঞাত কয়েকজন আমাকে রাস্তা থেকে অপহরন করে নিয়ে ছুরি, চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে, খবর পেয়ে, খানজাহান আলী থানার পুলিশ এসে উদ্বার করে।

এবিষয়ে মামরার প্রস্তুতি চলছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here