নদীর মতো একলা চলার করুণ স্বভাবভা সিয়ে যে নিচ্ছে আমায় দূর সুদূরে একলা জাগার ব্যাকুলতায় ভেতর থেকে ডাকছে সাগর দ্বার খুলে দাও
তন্দ্রামাখা স্বপ্ন সুদূর ক্লান্তি শেষে
মৌন রাতের রাজহাঁসেরা যাচ্ছে ভেসে
বাইরে নদীর চলার স্বভাব
ভেতর থেকে ডাকছে সাগর
দ্বার খুলে দাও
হীরেজ্বলা রাতের মাঝে অবিরত
গ’লে নামে টগবগে চাঁদ মোমের মতো
উদাস আলোর পানসিতে ঐ
তুলছে যে পাল দূরের বাতাস
ভেতর থেকে ডাকছে সাগর
দ্বার খুলে দাও
চোখের ভেতর শঙ্খচূড়ার দীপ্র ফণা
ফুসফুসে এই গে’থে তোলে প্ররোচনা
দূর সূদূরের ব্যাকুলতায়
তরীর মতো টলছে শরীর
আমি আমার বাইরে যাবো
দ্বার খুলে দাও
দ্বার খুলে দাও