গজারিয়া ( মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ এর ৭নং ওর্য়াডের ইউপি সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে অভিযোগ কারী সাইফুল ইসলাম জানান আমি আমার দায়িত্ব পালনের জন্য বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদে যাই।পরে সচিব সাহেবের রুমে গেলে রুমে পূর্ব হইতে অবস্থানরত হামলাকারী চেয়ারম্যান এর কিছু অনুসারী আমাকে দেখিয়া উত্তেজিত হয়ে যায়।আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। আমি ওনাদের গালমন্দ করতে নিষেধ করলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে আমার উপর চড়াও হয় আমার উপর অতর্কিত ভাবে ঝাপাইয়া পরে এবং আমাকে এলোপাথারী ভাবে কিল,ঘুষি মেরে আমার চেহারায় সহ শরীরের বিভিন্ন স্থানে বেদনা দায়ক জখম করে।পরে আমার পরিহিত পাঞ্জাবীর পকেটে থাকা নগদ আট হাজার নয়শত পঞ্চাশ টাকা টান দিয়া নিয়া যায়। আমি ডাক-চিৎকার করলে পাশে থাকা ইউনিয়ন সচিব ফিরোজ আহম্মেদ সহ আশেপাশের লোকজন আসিয়া আমাকে ঐ হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে। ঐ সব হামলাকারী আমাকে অনাস্থপত্র না উঠাইলে ভবিষ্যতে সুযোগমত পাইলে আমাকে সহ অন্যন্য মেম্বারদের জীবনে শেষ করিয়া দিবে প্রান নাশের হুমকি প্রদর্শন করে।
এ হামলার বিষয়ে বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আজাদ জানান আমার রুমে ০৭ নং ওয়ার্ডের সম্মানিত সাইফুল মেম্বার সহ মোট ১১ সদস্য বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল এর বিরুদ্ধে অনাস্থার দিয়েছিল,এ বিষয়ে আলাপ আলোচনার করার এক পর্যায়ে ভিতরে থাকা বাদল সাইফুল মেম্বার এর উপর চড়াও হয়।
জানা যায়, এ ঘটনা ঘটার সময় চেয়ারম্যান ইউনিয়ন পরিষদেই অবস্থান করেছিল।পরে হাও কাও আওয়াজ শোনে সে ছুটে আসে।
উল্লেখ্য বর্তমান চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল সাহেবের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের কারনে গত ২৩/০৩/২০২৩ ইং তারিখ বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদের মোট ১১ জন ইউপি সদস্য একত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অনাস্থাপত্র দাখিল করা হয় ।
এ বিষয়ে গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।