এফআইআর টিভি অনলাইন ডেস্কঃ বাংলাদেশের নতুন রাজনৈতিক দল গন অধিকার পরিষদ গটন করার পর থেকেই দেশের মধ্যে চলছে নানা আলোচনা সমালোচনা । যখন বিরোধীদল বিএনপি মাঠে ঠিক মত কোন কার্যক্রম পরিচালনা করতে পারচ্ছে না, ঠিক তখনি গর্জে উঠেছে নতুন একটি শক্তিশালী দল গন অধিকার পরিষদ নামে । শুধু তাই নয় এই নবাগত দলটির প্রতি অধিকাংশ মানুষের দিনের পর দিন আস্থা রাখতে শুরু করছে । এবং এই দলটি আগামীদিনে মানুষের অধিকার আদায়ে অন্যরকম ভূমিকা রাখবে বলেও বিশিষ্ট ব্যক্তিরা ধারনা করছেন । ভবিষ্যতে এই দলটি বাংলার প্রতি মানুষের মন জয় করবে বলে বিভিন্ন গুনিজনদের মতামত পাওয়া যাচ্ছে । আর এই দলটির যাত্রা শুরু থেকেই ধাপে ধাপে ধাক্কা খেয়ে আসছে ।
নূর বলেন, বিগত দিনে ভারতবিরোধী বক্তব্য ও আন্দোলনের কারণেই তাদের ওপর হামলা হয়েছে। তাই এই হামলাতেও সরকার এবং প্রতিবেশী রাষ্ট্রের মদদ রয়েছে বলে মনে করছেন তিনি। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন হামলার শিকার আহত, দলের আহ্বায়ক সাবেক প্রয়াত অর্থমন্ত্রী এস এম কিবরীয়ার সুযোগ্য সন্তান রেজা কিবরীয়া এবং হামলায় আহত আরও কয়েকজন।