গাইবান্ধায় বঙ্গবন্ধু’র ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
300

মোঃ আল আমিন, গাইবান্ধা থেকেঃ

৩০ শে আগষ্ট বুধবার বিকালে সদরের গিদারী ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা সদর উপজেলার কৃষকলীগের সহ সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম সোহেল এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সালামত উল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবীর। এছাড়াও উপস্থিত ছিলেন খোলাহাটি ইউনিয়নের আওয়ামীলীগ নেতা আবুল কালাম,মালিবাড়ী ইউনিয়ন শাখার আওয়ামীলীগ নেতা লাবলু মিয়া রিকু, বোয়ালী ইউনিয়ন শাখার আওয়ামীলীগ নেতা কোরবান আলী মনু, ঘাগোয়া ইউনিয়ন আওয়ামীলীগের ওর্য়াড সভাপতি জালাল উদ্দিন রুমী, বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার সাবেক সহসভাপতি খন্দকার তানভীর আহম্মেদ, সহ আওয়ামীলীগ, যুবলীগ সেচ্ছাসেবকলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবীর  বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্যপ্রযুক্তি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। শেখ হাসিনা সরকার দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, ফোর লেন ও  এইট লেনের রাস্তা করেছেন। এ সময় তিনি সরকারের সকল উন্নয়নমুলক কমকান্ড তুলে ধরেন এবং ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নিবাচনে নৌকা মাকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার আহব্বান জানান ।তিনি আরো বলেন,আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে। এই আস্থা আমাদের রাখতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here