মোঃ আল আমিন, গাইবান্ধা (রংপুর) প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ করেন জননেতা শাহ সারোয়ার কবীর এমপি ।
সোমবার ৮ই জুলাই দুপুরে কামারজানি ইউনিয়নের বাটিকামারী, পাটদিয়ারা, কুন্দেরপাড়া, কড়াইবাড়ী চরের বন্যায় প্লাবিত হওয়া এলাকা নৌকা যোগে ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং তিনি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত জিআরএর চাল বন্যায় দুর্গত ৫০০ পরিবারের মাঝে এবং শুকনো খাবার ১৫০ টি পরিবারের মাঝে বিতরন করেন ।
এছাড়াও নারী সুরক্ষা সামগ্রী ও নগদ ৯০০ টাকা ২০০ পরিবারের মাঝে করে বিতরণ করেন তিনি । এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম, কামারজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান, সহ আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা ।