ষ্টাফ রিপোর্টারঃ রংপুর বিভাগে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসচাপায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আরো ৩ জন আহত হন। আজ শুক্রবার (১৯ নভেম্বর) সকাল সাতটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া হানিফ পরিবহনের একটি নৈশকোচ বকচর এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। এসময় আহত হন এক পথচারীসহ আরো ৬ জন । তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে আরো ৩ জনের মৃত্যু হয়। তাৎক্ষণিক ভাবে আহত এবং নিহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস কর্মী নুরে আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।