গাইবান্ধা সদর হাসপাতালে অবৈধ টাকা নেওয়ার সংবাদে দুদকের অভিযান

0
136

কে এম বাবুল, ব্যুরো চিফ রংপুরঃ গাইবান্ধার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের নিম্নমানের খাবার প্রদান, চিকিৎসা সেবা প্রদানে অবহেলা এবং মর্গ থেকে স্বজনদের নিকট লাশ হস্তান্তরে মোটা অংকের টাকা দাবির অভিযোগের প্রেক্ষিতে দুদক, জেলা কার্যালয়, রংপুর হতে একটি টিম এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে টিম ছদ্মবেশে পুরো হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং সেবা প্রত্যাশীদের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করে। পর্যবেক্ষণকালে বাজেট বরাদ্দ অনুযায়ী রোগীদের সরবরাহকৃত খাবার সঠিক পাওয়া যায়। রোস্টার অনুযায়ী
ডাক্তার ও নার্সদের ডিউটিরত অবস্থায় পাওয়া যায়। মর্গ থেকে লাশ হস্তান্তরে টাকার লেনদেনের অভিযোগটির সত্যতা তাৎক্ষণিক যাচাই করা সম্ভব হয়নি।তবে অভিযানকালে টিমের কাছে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছনতার অভাব পরিলক্ষিত হয় এবং এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়কে পদক্ষেপ নেওয়ার জন্য পরামর্শ দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here