আলিফ আরিফা হক, গাজীপুর থেকেঃ গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপিএম।
মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) বিকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনময় সভায় নবাগত পুলিশ সুপার বলেন, সকল সাংবাদিক ভাইয়েরা সমাজের দর্পণ, আমি বলবোনা সব পারবো, আমি আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করবো। মাদক নির্মুল করার দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার।
তিনি আরো বলেন, সাইবার ক্রাইম, আর কিছুদিন পর ক্রাইম থাকবে না থাকবে সাইবার।
মত বিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রাব্বানী, মোঃ ছানোয়ার হোসেন, নন্দিতা মালাকার, গাজীপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বর্তমান সাধারণ সম্পাদকসহ গাজীপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ এবং পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইতিপূর্বে কাজী শফিকুল আলম ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপ-কমিশনার ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রীধারী। তিনি ২৫তম বিসিএসে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি দুই কন্যা সন্তানের জনক। তার স্ত্রী একজন গৃহিনী। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর।