গাজীপুর কোনাবাড়ীতে ৩ জুয়াড়ি গ্রেফতার

0
221

আলিফ আরিফা, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কোনাবাড়ীতে তিন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ঠা  সেপ্টেম্বর) রাতে কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার পায়রাকান্দি গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে নয়ন মিয়া (৩৮), একই জেলার

মৃত আবুল হোসেন এর ছেলে ফেরদৌস আলম (৫৮) এবং গাজীপুরের জয়দেবপুর থানার হোতাপাড়া মনিপুর পশ্চিম পাড়া এলাকার আব্দুল মান্নান এর ছেলে মামুন হোসেন (৩৬)।

কোনাবাড়ী থানার এ এস আই রুহুল আমিন জানান,থ্রী কিলো ডিউটি করার সময় জানতে পারি কোনাবাড়ী থানাধীন বাইমাইল ময়লার ভাগারের পিছনে পরিত্যক্ত একটি টিনসেড রুমে কিছু লোক জুয়া খেলছে।
পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে গ্রেফতার করা হয়।

জিএমপি কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, তারা দীর্ঘদিন ধরে জুুয়া খেলে আসছিল। সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে নগদ ৮ হাজার টাকা, ৫০ টি তাস,একটি প্লাস্টিকের চট, ৩ টি অর্ধ পোড়া মোমবাতি ও একটি ছোট টচলাইট জব্দ করা হয়। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here