আলিফা আরিফা হক,গাজীপুর থেকেঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ জুলাই দুপুরে পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন নব নিযুক্ত পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম। এসময় শহরের যানজট, মাদক, সন্ত্রাস, মহাসড়কে অবৈধ তৈলচুরি, ফুটপাত দখল ও চাদাবাজিবন্ধসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।
পুলিশ কমিশনার টিম ওয়ার্কেও মাধ্যমে বিদ্যমান সমস্যা সমাধানের আশ্বাস দেন
এবং সাংবাদিকসহ সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। সভায়
বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রাহিম সরকার, সাবেক
সভাপতি সাংবাদিক মুজিবুর রহমান, টেলিভিশন সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আতিকুর রহমান আমিন, সাংবাদিক আবুল হোসেন, প্রমুখ।
মতনিময় সভায় মহানগরের পুলিশের অতিরিক্ত কমিশনার বরকত উল্লাহ খান, উপ কমিশনার জাকির হাসান, মোহাম্মদ ইলতুৎমিশ, আবদুল্লাহ আল মামুনসহ গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।