আলিফ আরিফা হক, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সাংবাদিক ইউনিয়ন (জিইউজে)’র নব-নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। শনিবার বিকেলে কমিটির সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম (জনকন্ঠ) আনুষ্ঠানিকভাবে নয়া কমিটির সভাপতি মোঃ আতাউর রহমান (বাসস) ও সাধারণ সম্পাদক এম.এ সালাম শান্ত (সংবাদ প্রতিদিন) এর নিকট ওই দায়িত্ব হস্তান্তর করেন।
সংগঠনের কার্যালয়ে সাংবাদিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট সফিকুল ইসলাম সফি ও নয়া কমিটির সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন (সচিত্র পত্রিকা), কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান (বাংলাদেশ পোষ্ট), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া (বাংলাদেশের খবর), দপ্তর সম্পাদক মোঃ কামাল হোসেন বাবুল (জনবাণী) ও প্রচার সম্পাদক সালাম রানা (ভোরের ডাক)সহ সাংবাদিক ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ আতাউর রহমান বলেন- সাংবাদিক সমাজের কল্যাণে সাংবাদিক ইউনিয়ন নিরলসভাবে কাজ করে যাবে। গাজীপুরে কোনভাবেই অপসাংবাদিকতাকে প্রশ্রয় দেয়া হবে না।
যারা সাংবাদিকতাকে কুলষিত করার চেষ্টা করবে, প্রশাসনের সহযোগিতায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরে ইফতার ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।