মোঃ মোক্তার হোসেন, সিলেট থেকেঃ সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সোনারহাট মাতইরতল, বিজিবি সীমান্তের মূর্তিমান আতংকের নাম জবরুল হোসেন ওরফে ডন জুবের। জবরুল হোসেন ওরফে ডন জুবের এর আপন মামাতো ভাই সুমন মিয়া সীমান্তে বিজিবির একজন ভয়ংকর সোর্স হিসেবে তার রয়েছে ভয়ানক প্রতাপ।জবরুল ও তার মামাতো ভাই সুমন সহ আরো দুই খালাতো ভাই মিলে নিজেরাই তৈরি করে নিয়েছে নিজস্ব সিন্ডিকেট।খোঁজ নিয়ে জানা গেছে তাদের নিজস্ব তিনটি চোরাই টাটা ডিআই ২০৭ মডেলের গাড়ি রয়েছে।এই গাড়িগুলো তারা নিষিদ্ধ ভারতীয় চোরাইমাল রাতের আধাঁরে অসাধু কিছু আইনের কর্মকর্তাদের সহযোগিতায় সিলেট শহরের বিভিন্ন জায়গায় উক্ত চোরাইমাল শহরের অন্য সিন্ডিকেটের কাছে পৌঁছে দিয়ে থাকে।বিগত মাস ছয়েক আগে জবরুলের মামাতো ভাই সুমন জকিগঞ্জ হতে ভারতীয় চোরাই পন্য নিয়ে সিলেটে আসার সময় মোগলাবাজার থানার পুলিশের ধাওয়া খেয়ে গাড়ির গতিবেগ হারিয়ে কুচাইস্থ সিলামে অন্য একটি গাড়ির সাথে সংঘর্ষস্থল থেকে পালিয়ে যায়।বর্তমানেও মোগঁলাবাজার থানায় সুমনের নামে কয়েকটি মামলা চলমান অবস্থায় সে পলাতক রয়েছে।
জবরুল হোসেন ওরফে ডন জুবের গ্রুপের খুঠির জোর কোথায় ? জানতে চায় সমাজের সচেতন মহল ।
বিঃদ্রঃ- ধারা বাহিকতার ২য় পর্বে তাদের চোরাই ও অপরাধ কর্মকান্ডের মুখোশ প্রকাশ করা হবে ।