গৌরীপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

0
927

মোঃ মোরসালিন, গৌরীপুর ( ময়মনসিংহ)  প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে” পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে ৮ই সেপ্টেম্বর সকাল ৯ টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, উপজেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারী, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের অংশগ্রহনে উপজেলা পরিষদ চত্তর থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার জনাব ফৌজিয়া নাজনীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি, এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বিষয়ের উপরে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, রামগোপালপুর ইউনিয়ন এর চেয়ারম্যান , উপজেলা শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজার , উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, কোডেক এনজিও এর সদস্যবৃন্দ, চান্দের শাটিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর বৃন্দ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here