গৌরীপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

0
227

মোঃ মোরসালিন, গৌরীপুর (ময়মনসিংহ)প্র তিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে “বিনিয়োগে অগ্রাধিকার কন্যা শিশুর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ৩০ সেপ্টেম্বর সকাল ১০ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করে।

সভায় উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আব্দুর রহিম, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রন্টি চৌধুরী,। এছাড়াও স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

এ সময় বক্তারা বলেন, বর্তমান দেশের প্রধানমন্ত্রী নারী বান্ধব তাই তিনি নারীদের জন্য কাজ করে যাচ্ছেন। দক্ষ করে গড়ে তোলার জন্য অনেক কর্মকাণ্ড পরিচালনা করছেন। এক সময় কন্যা শিশুদের অভিশাপ মনে করা হতো কিন্তু এখন আর তা মনে করা হয় না। তারা এখন নিজের, নিজের পরিবার ও দেশের কল্যানে অনেক অবদান রাখছে। নারীরা এখন অনেক পরিশ্রমী তার জন্যই তাদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে অনেক উদ্যোগ নিয়েছে সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here