এফআইআর টিভি অনলাইন ডেস্কঃ সংবাদ প্রকাশের জের ধরে ভোলায় গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি অনিক আহমেদের বিরুদ্ধে মিথ্যা মামলার ঘটনায় তীব্র নিন্দা,ঘৃণা ও জোর প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ (এসইউএসবি)।
১১নভেম্বর শুক্রবার সন্ধায় বাংলাদেশের মেধাবী ও পেশাজীবি সাংবাদিকদের নিয়ে গঠিত, আধুনিক প্লাটফরম, জাতীয় সাংবাদিক সংগঠন, সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ (এসইউএসবি) এর কেন্দ্রীয় সভাপতি ফারুক হোসেন, সিনিয়র সহ সভাপতি এম এ ছবুর, সাবেক সভাপতি শিব্বির আহমদ ওসমান, সহ সভাপতি এস এম নওরোজ হিরা, সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী ও কর্ম পরিষদ সদস্য মাসুমা জাহানসহ সংগঠনের নেতৃবৃন্দরা গণমাধ্যমে এ প্রতিবাদ বিবৃতি পাঠিয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তানভীর হোসাইন ইরাক।
নেতৃবৃন্দর বলেন, সুনির্দিষ্ট প্রমাণ ও অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশের জের ধরে বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল গ্লোবাল টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি অনিক আহমেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বলে জানান।
নেতৃবৃন্দরা অনিকের উপর দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করার জোর দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে বলেও জানান।
Wow, wonderful blog layout! How long have you been running a blog for?
you make blogging look easy. The full glance of your website is great, as
smartly as the content! You can see similar here sklep online