এম এ কাদেরঃ চতুর্থ বারের মতো হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হয়েছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
আসামী গ্রেপ্তার ও মাদক উদ্ধারে সাফল্য অর্জন করায় জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক মনোনীত হয়েছেন হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মজিবুর রহমান চৌধুরী।
রবিবার (৬ মার্চ) দুপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার এস এম মুরাদ আলী থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক এবং মাদক উদ্ধার ও আসামী গ্রেপ্তারের সাফল্যের কারণে ইন্সপেক্টর মুজিবুর রহমান চৌধুরীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার শিমুল আক্তার, বাহুবল সার্কেলের এএসপি আবুল খয়ের প্রমূখ।