চলে গেলেন নাফেরার দেশে নোয়াপাড়া সাহেব বাড়ীর সৈয়দ মোঃ বাহার সাহেব-নামাজে জানাযা দুপুর ২ ঘটিকায়

0
273

এম এ কাদেরঃ  সিলেট বিভাগের প্রবেশদ্বার হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়নের (সাহেব বাড়ীর) সৈয়দ পরিবারের কৃতিসন্তান, ইটাখোলা সাহেববাড়ী নিবাসী ও হবিগঞ্জ পল্লী বিদুৎ সমিতির বার বার নির্বাচিত সাবেক পরিচালক এবং সাবেক সভাপতি । ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের একনিষ্ঠ তরিকত পন্থি সৈয়দ মোঃ বাহার সাহেব গতকাল সোমবার দিবাগত-রাত ১১ ঘটিকার সময় ঢাকাস্থ্য একটি হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাইহী রাজিউন।

সৈয়দ মোঃ বাহার সাহেবর মৃত্যেুতে ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফেরে (২য়) সাহেবজাদা মুফতি সৈয়দ মঈন উদ্দিন আল-হোসাইন পীর সাহেব বলেন, নিহত সৈয়দ মোঃ বাহার সাহেবের আত্মার মাগফেরাত কামনা করছি । তিনি আরো বলেন, সৈয়দ মোঃ বাহার সাহেব খুব ভালো মানুষ ছিলেন আল্লাহপাক বেহেস্তের সর্বোচ্চ সম্মান দান করুক। আমার সাথে ওনার সম্পর্কটা অনেক গভীর ছিলো প্রায় সময় দরবার শরীফে জিয়ারতে আসলে দীর্ঘ সময় আমার সাথে কথা বলতেন এবং আব্বা হুজুরের বিষয়ে অনেক স্মৃতিচারণ করতেন,মনের গভীর থেকে দোয়া করি আল্লাহ পাক পীর ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন ।

জানাজা নামাজের বিষয়ে উনার ছোট ভাই, হবিগঞ্জ জেলা পরিষদের পেনেল চেয়ারম্যান-০১ সৈয়দ মোঃ শামীম সাহেব জানান আজ দুপুর ২ ঘটিকার সময় সৈয়দ সঈদ উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে মহরুম সৈয়দ মোঃ বাহার সাহেবের জানাযার নামাজ অনুষ্ঠিত হইবে । সকল ধর্মপ্রান মুসলমানদের নামাজে জানাযায় শরিক হয়ে মহরুমের আত্মার মাগফেরাত কামনায় সকলকে দাওয়াত করা হইল ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here