তেলবাজের তেলামি
পাইতে চায় সেলামি
মিথ্যা বলে বারংবার
এরাই হিংসুক লোভী
পা যে চাটে খুবই
এরা বিরাট চাটুকার।
চামচিকার চেচামি
করে খুব নেকামি
চুনোপুঁটি এদের মন
লালসায় বন্দী সে
জ্বলে খুব আপসোসে
দিন-রাত সারাক্ষণ।
হারাম খায় হারামি
করে খুব বাদরামি।
কথা বলে নড়চড়
বিষ থাকে হাসিতে
খুঁজে রোজ ফাঁসাতে
যে ভয়ানক স্বার্থপর।