চাহিদা সমাচার – বশির আহমদ

0
103

চাওয়া পাওয়ার মিশন কভু শেষ হবে না জানি

একটি পাওয়া পূরণ হলে আরেকটি কে টানি।
সকল চাওয়া হয় না পাওয়া কিছু থাকে মনে
কিছু পাওয়ার জন্যে মানুষ কান্দে নিরব ক্ষণে।

কিছু চাওয়া যায় না বলা সব মানুষের কাছে
কোনো সময় না বলাতে আপসোস লাগে পাছে।
চাওয়া পাওয়ার আজবখেলা এই দুনিয়ার মাঝে
পাওয়ার জন্য কতো মানুষ নানা রকম সাজে!

কতক চাওয়া হৃদয় থেকে কতক চাওয়া মুখের
কতক পাওয়ার কষ্ট ভীষণ অমানিশার দুঃখের।
কিছু চাওয়া নিখুঁত খাঁটি কিছু চাওয়া ভুল
ভ্রান্ত চাওয়ার শাস্তি কেবল ছুড়েমারা ফুল!
ঐ যে চাওয়ার যাত্রা খানি চলছে পাওয়ার তরে
চাওয়া পাওয়ার গাড়ি থামবে মারা যাওয়ার পরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here