আব্দুল হান্নান,চুনারুঘাট থেকেঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড হাই স্কুল এন্ড কলেজের ২০২১ সালের এস এস সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে পরিক্ষার্থীদের মধ্যে এডমিট কার্ড সহ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ১১ই নভেম্বর সকাল ১০ ঘটিকায় হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন. প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত সনজু চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. সাবেক ম্যানিজিং কমিটির সদস্য নুরে আলম চাঁন মিয়া.প্রভাষক হাবিবুর রহমান. অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু মোঃ জাকারিয়া. সিনিয়র শিক্ষক আঃ কাদির. খন্দকার আবুল হাছান. আইয়ুব আলী এবং ছাত্রছাত্রীর অভিভাবক বৃন্দ এছাড়া ও উপস্থিত ছিলেন অত্র স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষিকা বিদায়ী ছাত্রছাত্রীসহ স্কুল কলেজে পড়ুয়া ছাত্রছাত্রী বৃন্দ।
প্রভাষক হাবিবুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ম্যানিজিং কমিটির সদস্য নুরে আলম চাঁন মিয়া অত্র বিদ্যালেয়র সহকারী প্রধান শিক্ষক আবু মোঃ জাকারিয়া অধ্যক্ষ আলাউদ্দিন। বক্তাগণ বিদায়ী ছাত্রছাত্রীসহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্য কামনা করেন।
সকল ছাত্রছাত্রী বিদ্যালয়ের দাতা প্রতিষ্টাতা সকলের জন্য মিলাদ মাহফিল শেষে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অধ্যক্ষ আলাউদ্দিন।