চুনারুঘাটে ট্রাক্টরের ধাক্কায় স্কুল ছাত্রী আহত প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা

0
252
চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটের রাজার বাজারে বালু বোঝাাই ট্রাক্টরের ধাক্কায় স্কুল ছাত্রী আহতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল রবিবার সকাল ৯টায় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে আহাম্মদবাদ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ জানান। মানববন্ধনে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্য শান্তনা দিয়ে বক্তব্য রাখেন, আহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- রাজার বাজার পরিচালনা কমিটির জয়েন্ট সেক্রেটারী, তরুণ রাজনীতিবিদ ও উদ্যাক্তা হাফিজ তালুকদার, আহম্মদাবাদ ইউনিয়ন ছাত্রলীগে সভাপতি আঃ হালিম তালুকদার জুয়েল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সহ সম্পাদিকা খাদিজা, সাংগঠনিক রাহুল বৈধ্য, সহ-সাংগঠনিক তানিম, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরমান, প্রাক্তন শিক্ষার্থী অলিউর রহমান, নাসির উদ্দিন, স্কুলের বর্তমান শিক্ষার্থী আজিম তালুকদার, সাদিয়া আক্তারসহ স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
মানববন্ধনে বক্তরা জানান, স্কুল চলাকালীন সময়ে ট্রাক্টরের বেপরোয়া চলাচলে আমাদের সন্তান স্কুলে যেতে ভয় পায়। এর মাঝে গত বৃহস্পতিবার ট্রাক্টরের ধাক্কায় এক স্কুল শিক্ষার্থীর পা ভেঙ্গে গেছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকরা আতঙ্কে রয়েছেন। আমরা চাই স্কুল চলাকালীন সময়ে বালু বোঝাই সব ধরনের যানবাহন বন্ধ থাকুক। ফলে আমাদের ছেলে মেয়ে স্কুলে গিয়ে পড়াশোনা করতে পারে। এমনিতে করোনায় গত ২ বছর যাব স্কুল বন্ধ ছিল। এরমাঝে এধরনের বাধা হলে শিক্ষার্থীদের জীবন নষ্ট হওয়া সম্ভবনা রয়েছে। শিক্ষার্থীরা আমাদের আগামী প্রজন্মের দেশ ও জাতির ভবিষ্যৎ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় টমটমে থাকা দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার আহত হয়। দূর্ঘনায় তার একটি পায়ের হাড়ে ফাটল দেখা দেয়। বর্তমানে ওই শিক্ষার্থী শয্যাশায়ী রয়েছে।
এব্যাপারে স্থানীয় বাজার কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক হাফিজ তালুকদার বলেন- আমাদের আন্দোলন বালু মহালদারের বিরুদ্ধে বা বালু মহাল বন্ধের জন্য নয়, আমরা চাই স্কুলের শিক্ষার্থীরা যাতে নিরাপদে স্কুলে আসা-যাওয়া এবং শব্দ দূষণ মুক্ত শান্তিপূর্ণভাবে তাদের বাস করতে পারে। পাশাপাশি রাজার বাজারের ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা যাতে বাজারে ব্যবসা করতে পারে সেজন্য সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শুধুমাত্র এসময় বালু বোঝাই ট্রাক্টর চলাচল বন্ধ থাকে।
এ ব্যাপারে আহামম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু বলেন-স্কুল চলাকালীন সময় কোন অবস্থায় বালুবাহী কোন পরিবহন চলাচল করা যাবে না। পরিবহনের কারণে শ্রেণি কক্ষে শিক্ষকরা ক্লাস নিতে পারচ্ছেন। ফলে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাঘাত ঘটছে। তিনি আরো বলেন-আগামীকাল আইনশৃঙ্খলা মিটিং রয়েছে সেখানে বিষয়টি উপস্থান করব এবং ইউএনও মহোদয় আমাকে আশ্বাস দিয়েছেন স্কুল চলাকালীন সময় বালু পরিবহন বন্ধ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here