চুনারুঘাট থানা থেকে বিদায় কালে যা বললে এস আই মোতালেব

0
79

এফআইআর টিভি অনলাইন ডেস্কঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা যোগদান করার পর থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন কর্মকর্তা এস আই মোতালেব। যার নিষ্ঠাবান কর্মদক্ষতা আর  বিচক্ষণতার প্রশংসায় পুলিশ ডিপার্টমেন্টে মুখ উজ্জ্বল করেছে। যে সব মামলার আসামি আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করেছেন তা বলা বাহুল্য। তার সততা, নিষ্ঠা, সদাচারন ও কর্মদক্ষতা দিয়ে অবিশ্বাস্য কাজ গুলো খুব অল্প সময়ের মধ্যেই সফল হয়েছেন। এমনি ভাবে যদি সকল পুলিশ সদস্যরা কাজ করতেন তাহলে, পুলিশের সুনাম দিন দিন ছড়িয়ে পড়তো বাংলার সকল প্রান্তে এবং দেশ-বিদেশে পুলিশ সদস্যদের নিয়ে বাজে মন্তব্য করার কেহ সাহস পেতেন না।

এস আই মোতালেবের কর্মফল’কে বুকে ধারন করে যদি অন্যান্য পুলিশ সদস্যরা কাজ করে যান, তাহলে পুলিশ হবে জনগণের বন্ধু আর দিন দিন সুনামের পাল্লা ভারি হবে এবং দুর্নামের পাল্লা খালি হবে-সাংবাদিক এম এ কাদের ।

সেই সুনাম ধন্য এস আই চুনারুঘাট থানা থেকে বিদায় মহুর্তে যা সোশাল মিডিয়া প্রকাশ করেছেন তা নিম্নে হুবহু তুলে ধরা হলঃ——এস আই মোতালেব এর বিদায় আলাপচারিতা —–

চুনারুঘাট থানায় দুই বছর প্রায় আট মাস চাকুরীকালে ০৪,০৬,০৯ নং বিট সহ অন্যান্য বিট এলাকায় দায়িত্ব পালনকালে অনেকের সংস্পর্শে যাওয়ার সুযোগ হয়েছে। মামলা/অভিযোগ, চাকুরীর ভেরিফিকেসনসহ অন্যান্য তদন্তে চেষ্টা করেছি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য,এতে এক পক্ষের উপকার হলেও অন্যপক্ষ হয়ত’বা সঠিকতা না থাকায় সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় ক্ষুদ্ধ হয়েছেন।পাশাপাশি মামলার চাপ থাকায় অনেকের অভিযোগ কিংবা অনককে সঠিক সময়ে শুনতে পারি নাই তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।মানুষ হিসেবে আমিও ভূলের উর্ধ্বে নই। তারপরও বলব নিজের মনের অনিচ্ছাকৃত ভূলগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করছি।যেটুকু ভালো কাজ করতে পেরেছি বা যেটুকু করতে পারি নাই সবটুকুর ব্যার্থতার দায় আমার নিজের।

চুনারুঘাট মানুষের অকৃতিম ভালোবাসা ভূলবার নয়,প্রতিটি এলাকায় ভালো -মন্দ মিলিয়ে মানুষের বসবাস,ভালোর দিকটাই এগিয়ে রাখলাম।
থানায় চাকুরীকালে ভালোবাসা পেয়েছি ওসি নাজমুল স্যার,ওসি এম,আলি আশরাফ স্যার, ইন্সপেক্টর (তদন্ত)চম্পক দাম স্যার,স্বল্পসময়ে পাওয়া গোলাম মোস্তফা স্যার।


সহপাঠীদের মধ্যে যার কথা না বললেই নয় চৌকস অফিসার এস,আই/ভূপেন্দ্র দাদা সহ সকল এস,আই ও এ,এসআই এবং আমার প্রাণপ্রিয় কনষ্টেবন বৃন্দ এর নিকট কর্মক্ষেত্রে অনেক সহযোগীতা পেয়েছি,তাই সবাইকে কৃতজ্ঞচিত্তে স্বরন করছি।
হাজারও কর্মব্যস্ততার মাঝে সুযোগ্য অফিসার ইনচার্জ এম,আলি আশরাফ স্যারের নেতৃত্বে এস,আই/ভূপেনদার সঞ্চালনায় সকল অফিসার ও ফোর্সদের উপস্হিতিতে বদলীজনিত বিদায় অনুষ্টানের মাধ্যমে স্মতিমোহ করায় টিম চুনারুঘাটকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।


পরিশেষে আমার আচরনে কদাচিৎ কেউ কষ্ট পেয়ে থাকলে নিজ গুনে ক্ষমার নিবেদন করছি।মহান সৃষ্টিকর্তার কাছে আমি সকলের মঙ্গল কামনা করে আমি যাহাতে আমার পরিবার নিয়ে পরবর্তী কর্মস্হলে ভালো থাকতে পারি তার জন্য সবার নিকট দোয়া প্রত্যাশা করছি আল্লাহ হাফেজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here