মোঃ মাসুদ আলম, চুনারুঘাট ( হবিগঞ্জ) থেকেঃ চুনারুঘাট প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশনের কেন্দ্রীয় সেক্রেটারি মীর মকসুদ আলীকে স্বদেশে আগমন উপলক্ষে চুনারুঘাট প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশন কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
কেন্দ্রীয় সহ সভাপতি নূরুল কালাম আজাদ দরবেশ এর সভাপতিত্বে ও চুনারুঘাট প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশন এর সভাপতি সাংবাদিক মনিরুজ্জামান তাহের এর মুগ্ধকর পরি চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহিদ আহমদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক ইমান আলী, প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশন এর সহ সভাপতি বাবু সমীরন শীল, অর্থ সম্পাদক আব্দুল কদ্দুস তালুকদার, চুনারুঘাট প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশনের সেক্রেটারি মিজানুর রহমান চৌধুরী মাসুক, সহ সভাপতি মাস্টার আইয়ুব আলী, সবুজ আলী মীর,সাংবাদিক আব্দুল হাই প্রিন্স, সাংবাদিক ওয়াহিদুল ইসলাম, মাসুদ আলম, সাংবাদিক নোমান আহমদ, সাংবাদিক এস আর রুবেল, সাংবাদিক জসিম মিয়াসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সংবর্ধিত মীর মকসুদ আলী বলেন, সমাজের প্রতিটি বিত্তমান ব্যক্তি অসহায়ের পাশে দাড়ানো উচিত। তিনি বলেন চুনারুঘাটে কয়েকটি প্রবাসী সংগঠন এলাকার উন্নয়নের জন্য কাজ করছে। আমি প্রতিটি সংগঠনকে আন্তরিক ধন্যবাদ জানাই। ২৯ অক্টোবর রবিবার সন্ধ্যায় সাংবাদিক লিটন ও আব্দুল হাই প্রিন্স এর অস্হায়ী কার্য্যালয়ে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।