চেয়ারম্যান দাঁড়িয়ে থেকে আদালতের নিষেধাজ্ঞা জমিতে ঘর তোলার অভিযোগ

0
340

নিজাম উদ্দিন, বামনা সংবাদ দাতাঃ উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের সৈয়জদ্দিন খলিফার সাথে দীর্ঘ দিন ধরে কালাম খলিফার সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে এবং ঐ জমি সৈয়জদ্দিন খলিফা মালিকানা দাবী করে আদালতে মামলা দায়ের করেন কিন্তু বিবাদী কালাম খলিফা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর লোক হওয়াতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চেয়ারম্যান ও তার পরিষদের চৌকিদার ও সন্ত্রাসী বাহিনী নিয়ে গত ২৬/১২/২০২২ ইংরেজি তারিখ সকাল আনুমানিক ৯ ঘটিকায় জোর করে ঘর তুলে দেওয়ার জন্য আসেন, এবং ঘর তোলার কাজ শুরু করেন সংবাদ পেয়ে জমির মালিকানা দাবী কৃত সৈয়জদ্দিন খলিফা ও তার তিন মেয়ে বাধা দেয়ার চেষ্টা করলে চেয়ারম্যান তাদের কে মাটিতে পুঁতে ফেলতে নির্দেশ দেন চেয়ারম্যান এর সাথে আসা সন্ত্রাসী বাহিনীকে এবং তাদের কে মেরে আহত করে ঘর তোলার কাজ চলমান রাখে, সংবাদ পেয়ে স্থানীয় সাংবাদিক নিজাম উদ্দিন ঘটনা স্থানে গিয়ে ঘটনা মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে চাইলে তাহাকে মারধর করে চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনীরা মোবাইল ফোন আইডি কার্ড নগদ টাকা পয়সা রেখে তাড়িয়ে দেন, পরবর্তীতে ৯৯৯ ফোন করিলে বামনা থানার উপ-পরিদর্শক জনাব, সিদ্দিকুর রহমান ও উপ-সহকারী পরিদর্শক আরাফাত এসে কাজ বন্ধ করে দেন এবং ঘটনার সত্যতা পান, কিন্তু স্থানীয় সাংবাদিক নিজাম উদ্দিন এর মোবাইল আইডি কার্ড নগদ টাকা পয়সা কোন কিছুই উদ্ধার করতে পারেনি সাংবাদিক নিজাম উদ্দিন আমুয়া সাস্থকম্পেলেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বামনা থানার ওসি বরাবর একটি এজাহার দায়ের করেন কিন্তু গত ২৬/১২/২০২১ ইংরেজি তারিখ থেকে আজ ১৪/০১/২০২২ ইংরেজি তারিখ এর মধ্যে এজাহার খানা মামলা হিসাবে রুজু করেন নাই, বামনা থানার ওসি জনাব বশির আলম উল্টো সাংবাদিক নিজাম উদ্দিন কে হয়রানির চেষ্টা চালাচ্ছেন এবং বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করছেন চেয়ারম্যান এর পক্ষ নিয়ে তাই উপরস্থ কর্মকর্তাদের কাছে সাংবাদিক নিজাম উদ্দিন বিনতি অনুরোধ করছেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি এজাহার খানা মামলা হিসাবে রুজু করার উপযুক্ত হয় তাহলে এজাহার খানা মামলা হিসাবে রুজু করার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here