ছাতকে বাঁধ নির্মানে অ‌নিয়মের প্রতিবাদে মানববন্ধন ও  সমাবেশ

0
212

ফজল উদ্দিন, ছাতক ( সুনামগঞ্জ) থেকেঃ সুনামগঞ্জের ছাতকে বাঁধ নির্মানে ব‌্যাপক অ‌নিয়মের প্রতিবাদে ও কৃষকের ফসলের নিশ্চয়তার দা‌বিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনু‌ষ্টিত হয়েছে।

৬ই এপ্রিল বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘‘হাওর বাঁচাও আন্দোলন’’ ছাতক উপজেলা ক‌মি‌টির সভাপ‌তি সমরুজ আলীর সভাপ‌তিত্বে ও সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক শাহ মোহাম্মদ আখতারুজ্জামানের প‌রিচালনায় অনু‌ষ্টিত প্রতিবাদ সমাবেশে বক্তব‌্য রাখেন, উপজেলা দুর্নী‌তি প্রতিরোধ ক‌মিটির সাধারন সম্পাদক ও ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সা‌কির আ‌মিন, নোয়ারাই ইউ‌নিয়নের বিশিষ্ট মুরব্বী জুবেদ মিয়া তালুকদার, হাওর বাঁচাও আন্দোলন জেলা ক‌মি‌টির সাংগঠ‌নিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, অ‌টো‌রিক্সা অটোটেম্পু শ্রমিক ইউ‌নিয়নের সাবেক সভাপ‌তি বোরহান উ‌দ্দিন, দুলাল কৃষ্ণ সরকার, আবু খালেদ, ব‌্যবসায়ী পি কে দাস পলাশ, ম‌হেশ চন্দ, স্থানীয় কৃষক ময়না মিয়া, বিনিময় লাইব্রেরীর সত্বাধীকারী মাহমুদুল হাসান মিছবাহ, আলী আহমদ, মু‌জিব মিয়া, জাহাঙ্গীর আলম মেহেদী, আইনুল ইসলাম প্রমূখ।

বক্তরা এসময় বলেন, ব্যুরো ফসল রক্ষায় হাওরের প্রতিবছর বাঁধ নির্মানের নামে কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এসব বাঁধ নির্মানে পিআইসি কমিটিতে রাখা হয় সরকার দলীয় পছন্দের লোকজনদের। পিআইসি কমিটির নেতৃবৃন্দ সব সময়ই দায়সারা কাজ করে অত্মসাৎ করার অভিযোগ থাকলেও এর কোন প্রতিকার পাওয়া যায় না। বাঁধ নির্মানের অনিয়মে যারা জরিত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী জানি‌য়ে‌ছেন বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here