ছাতকে সাংবাদিক খালেদের জন্মদিনে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
110

মোঃ ফজল উদ্দিন, ছাতক ( সুনামগঞ্জ) থেকেঃ সুনামগঞ্জের ছাতক অনলাইন প্রেসক্লাব এর সহ-সভাপতি শ্রমিক নেতা এম এইচ খালেদের ৩৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল শুক্রবার রাতে উপজেলার হাসনাবাদ বাজারে মিলাদ মাহফিল ও আলোচনা সভা উনুষ্টিত হয়।

বাহাউদ্দিন শাহি ও সেবুল আহমদের পরিচালনায় এবং মিজান তালুকদারের তথ্যাবদানে জন্মদিনের অনুষ্টানে উপস্থিত ছিলেন কালারুকা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মোঃ তাজউদ্দিন,ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক অলিউর রহমান, সহ-সভাপতি ফজল উদ্দিন, ফয়সল আহমদ, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ,সিলেট নিউজ ওয়ানের দ্বারাভাষ্যকার এ আর ছায়েম,ছাতক সিএনজি উপকমিটির সহ-সম্পাদক আব্দুর রহিম,এলাকার প্রবিন মুরব্বি আরশ আলী,সফিক মিয়া,ছোফান আহমদ,ছয়দুল মিয়া,সুজন আহমদ, এইট স্টার ফুটবল এসোসিয়েশনের সদস্য ও নেতৃবৃন্দ।এসময় ঝমাকালো আয়োজনে এম এইচ খালেদের ৩৮তম জন্ম বার্ষিকীর কেক কাটা হয়।
অনুষ্টান শুরু আগে মোনাজ করেন হাসনাবাদ বাজার বাহাউদ্দিন শাহি মার্কেট মসজিদের ইমাম হাফিজ আমিনুর রহমান।এসময় এম এইচ খালেদ বলেন আমার ৩৮ তম জন্মদিনে সৌদি প্রবাসি আব্দুল বাছিতের উদ্যোগে এবং সকল প্রবাসি ও এলাকার যুব সমাজের ভালবাসায় আমি মুগ্ধ।আমি নগন্য ব্যাক্তির প্রতি বন্ধুবান্ধব প্রবাসি সহ এইট স্টারের সদস্যরা যেভাবে উইশ করেছেন আমি তাদের প্রতি চির কৃতজ্ঞ।পাশাপাশি ছাতক অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের উপস্থিতিতে আমি আরও আনন্দিত হয়েছি।উপস্থিত বক্তারা বলেন এম এইচ খালেদ যুব সমাজের একজন নিবেদিত প্রাণ ও সমাজ সেবক আমরা তার দীর্ঘায়ু কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here