এফআইআর টিভি অনলাইন ডেস্ক: জনপ্রশাসনে ২১৩ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়ম অনুযায়ী পদোন্নতি দিয়ে কর্মরত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এ পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিবদের পদায়ন করা হয়নি।
গত শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসব কর্মকর্তাকে পদোন্নতিসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব কর্মকর্তাকে সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) নিয়োগ দেওয়া হলো। এ আদেশ জনস্বার্থে জারি করা হলো।