জন্মদিন জন্মদিন শেখ রেহানার জন্ম দিন – সোহেল খান দূর্জয়

0
117

জাতির জনক বঙ্গবন্ধুর
কন্যা শেখ রেহানা তুমি
এই দিনে এসেছিলে ভবে
কেঁদেছো তুমি হেসেছে সবে,

মিশে আছো সব অন্তর জুড়ে
হৃদয় কেড়ে নিলে তুমি যবে
তোমায় ঘিরে সুখ পরশ পাবে
সবে প্রিয় তুমি প্রিয় হয়ে রবেই
যে রবে সকল জাতির কাছে।

হে বঙ্গ কন্যা তুমি কি জানো
সেই দিন ফুল-পাখির ছিল
মিলন মেলা কাননে অলি
গুঞ্জর মনে লেগে ছিলো দোলা,

সোনালী ধান ক্ষেতে রৌদ্রের
খেলা যেদিনে তুমি এসেছিলে
ভবের এই পৃথিবীর মেলায়।

হে বঙ্গ কন্যা হাসি খুশিতে
কেটে যাক তোমার সারা
বেলা মুখে মুখে মুখরিত হোক
তোমার জয় বাংলার ডালা,

ভালবাসায় সিক্ত হয়ে হও
মহান সত্ত্বা প্রকাশিত হউক
তোমার এই মহত্ব সুনাম
ছড়িয়ে পড়ুক দেশ-দেশান্তর।

হে বঙ্গ কন্যা শেখ রেহানা বেঁচে
থেকো মানুষের অন্তরে কাল অনন্ত
শুভ হোক শুভ জন্মদিন চিরন্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here