এফআইআর টিভি অনলাইন ডেস্কঃ এফআইআর টিভি অনলাইন চ্যানেলের সংবাদ প্রকাশের কাজে ২ জন বার্তা সম্পাদক জরুরী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীগন আজই যোগাযোগ করতে পারেন। সিভি পাঠানোর শেষ তারিখ ২৯ শে জুন ২০২২ ইং পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতাঃ বি এ অনার্স সমমান।
অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য ( নিম্নতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে) । বেতনভাতা আলোচনা সাপেক্ষে।
সিভি পাঠানোর ঠিকানাঃ Email: firtvonline@gmail.com
Mobile: 01711991217
*** যে সব উপজেলা, জেলা ও বিভাগে শূন্য পদ রয়েছে ঐ স্থানে প্রতিনিধি প্রদান করা হবে। যারা যারা সংবাদদাতা হিসেবে কাজ করতে আগ্রহী আজই সিভি পাঠাতে পারেন।
সিভি পাঠানোর ঠিকানাঃ ইমেইল: firtv2016@gmail.com
বিঃদ্রঃ সিভি পাঠানোর পর নিম্ন মোবাইল নাম্বারে কল করে কনফার্ম করে নিবেন, আপনার পাঠানো ইমেইল পৌঁছাতে সক্ষম হয়েছেন কি না।
Mobile: 01712920441
প্রতিনিধিদের ক্ষেত্রে সিভি পাঠানোর সময় (শূন্য পদ পূরণ হওয়ার আগ পর্যন্ত) চলমান । ***