জাফলংয়ে লুৎফুর উদ্দিন মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

0
224

জাহিদ হাসান, গোয়াইনঘাট( সিলেট) প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে প্রথম বারের মত লুৎফুর উদ্দিন মেধা বৃত্তি পরীক্ষা-২০২৩ সম্পন্ন হয়েছে। হাজী সায়াদ আলী সেবা সংস্থার আয়োজনে শনিবার (৭ অক্টোবর) জাফলং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বিষয়ে সর্বমোট ১শ’ নম্বরের লিখিত পরীক্ষায় জাফলংয়ের ১৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

হাজী সায়াদ আলী সেবা সংস্থার সাধারণ সম্পাদক ফয়জ আহমদ শেবুল বলেন, অসহায়, হত-দরিদ্র, শিক্ষা, চিকিৎসা বঞ্চিত মানুষের পাশে থাকার ভ্রতকে সামনে নিয়ে ২০১১ সালে প্রতিষ্ঠা করা হয় “হাজী সায়াদ আলী সেবা সংস্থা”। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আমাদের সংস্থার পক্ষ থেকে নতুন করে মেধা বৃত্তি প্রকল্পটি চালু করা হয়েছে। শান্তিপূর্ণ সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সংস্থাটির চেয়ারম্যান লুৎফুর উদ্দিন বলেন, এ বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের মেধাবিকাশ, সৃজনশীলতা ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমাদের এই উদ্যোগ শিক্ষার্থীদের মেধাবিকাশ এবং পড়াশোনার প্রতি আরও আগ্রহী করে তুলবে। এখন থেকে আরও বড় পরিসরে প্রতিবছর ধারাবাহিক ভাবে এই মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here