শাকিল আহমেদ, জামালপুর জেলা প্রতিনিধিঃ জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে আক্কাস আলী ফকির নামে একজনের মৃত্যু হয়েছে। ২২ ডিসেম্বর বুধবার সকালে আক্কাস আলী ফকিরের বসত ভিটার জমিতে রোপনকৃত সুপারি গাছ জোর পূর্বক প্রতিপক্ষ মতিউর রহমান কেটে নেওয়ার সময় দুই পক্ষের মধ্যে মারামারি বেধে যায়। এক পর্যায়ে আক্কাস আলী ফকিরকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় স্থানীয় জনতা প্রতিপক্ষ মতিউর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। মামলা দায়েরের প্রস্ততি চলছে।