জুয়া খেলার অপরাধে ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ কারাগারে-০৪

0
109

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে রাতের অন্ধকারে বন্ধুদের নিয়ে জুয়া খেলার সময় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ চারজনকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ১২ই জানুয়ারী রাত সাড়ে এগারোটার দিকে বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের বাজারের পূর্ব পাশের মাঠ থেকে তাদের আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) পরিমল কুমার সরকার এ দণ্ডাদেশ দেন।

আটককৃতরা হলেন মোঃ শামীম হোসেন (২৭), পিতা বিশু, মো. মোস্তফা (৩২), পিতা রিয়াজুদ্দিন, মো. জোবায়ের হোসেন (২২), পিতা খবির এবং মো. নুর ইসলাম (২৪), পিতা আলিম। তাদের সবার বাড়ি মুকুন্দপুর।

এদের মধ্যে মোঃ শামিম হোসেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং গোলাম মোস্তফা মুকুন্দপুর বাজারের নৈশপ্রহরীর দায়িত্বে নিয়োজিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মাঠের মধ্যে জুয়ার আসর চলছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।পরে ঘটনাস্থল থেকে জুয়া খেলার সময় চারজনকে আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) পরিমল কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের তিন থেকে দশ দিনের কারাদণ্ডাদেশ দেন।

এই বিষয়ে জানাতে চাইলে, বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, ‘গত ডিসেম্বর মাসে মোঃ শামিম হোসেনকে সাধারণ সম্পাদক করে এক বছরের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। জুয়া খেলার অপরাধে তাকে ভ্রাম্যমাণ আদালত জেল দিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, ‘আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here