জ্বালানী তেল ও সারের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবিতে জাসদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

0
31

এফআইআর টিভি অনলাইন ডেস্কঃ জ্বালানী তেল ও সারের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবিতে জাসদের সহযোগী সংগঠন জাতীয় কৃষক জোট  ৬ আগষ্ট ২০২২ শনিবার সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউতে জাসদ চত্ত্বরে মানববন্ধন ও সমাবেশের কর্মসুচি পালন হয়েছে। জাতীয় কৃষক জোটের সভাপতি কৃষিবিদ নুরুল আমিন কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশের কর্মসুচি পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি। বক্তব্য রাখেন, জাসদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ মোহসীন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় কৃষক জোটের সাংগঠনিক সম্পাদক রতন সরকার, কোষাধক্ষ্য জ্য়িাউল হক মুক্তা, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলম, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মাহাবুবুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ(ন-মা) রাশিদুল হক ননী।

সমাবেশে বক্তরা বলেন, ইউরিয়া সার, জ্বালানী তেলের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি করা হয়েছে। সেচের জন্য প্রয়োজনী ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষি উৎপাদন ও কৃষিপণ্য পরিবহন খরচ বাড়বে, খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়বে। বক্তারা বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে দ্বিগুন দামে ইউরিয়া, ডিএসপি, ডিএপি সার কিনতে হচ্ছে। মুনাফাখোর ডিলারদের বিরুদ্ধে সরকারী কোন ব্যবস্থা নেই। নেতৃবৃন্দ অবিলম্বে দেশ ও জাতির স্বার্থে সার ও জ্বালানী তেলের দাম কমানোর আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here