ঝালকাঠি জেলায় মা ছেলে চেয়ারম্যান 

0
140

কে এম হারুন, নিজস্ব প্রতিনিধিঃ বরিশালের ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলা থেকে নির্বাচিত হয়েছেন ঝালকাঠি জেলা আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক, কাঁঠালিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম এ্যাডভোকেট ফজলুল হক সাহেবের সহধর্মিণী ও বর্তমান কাঁঠালিয়া উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও কাঁঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা এমদাদুল হক মনির সাহেবের মমতাময়ী মা।

কাঁঠালিয়া রাজাপুরের মানুষের সাথে কথা বলে জানা যায়, একজন নিরহংকার জনপ্রতিনিধি পেয়েছেন, তিনি সুনামের সাথে তার দায়িত্ব পালন করতে পারবেন যেমনটা করে গেছেন তার মরহুম স্বামী এ্যাডভোকেট ফজলুল হক সাহেব এবং তার ছেলে কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান জনাব এমদাদুল হক মনির।

আমরা নবনির্বাচিত সদস্যর সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন দুই উপজেলার মানুষ আমাকে একটি দায়িত্ব দিয়েছে আমি আমার সর্বচ্চ চেষ্টা দিয়ে দুই উপজেলার মানুষের মুখে হাসি ফুটাবো ইনশাআল্লাহ।

এই বলে সকলের কাছে তিনি দোয়া চেয়েছেন। আপনারা সকলে তার এবং তার পরিবারের জন্য দোয়া করবেন তিনিও আপনাদের জন্য দোয়া করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here