মোঃ সোলায়মান হাওলাদার, বরিশাল থেকেঃ বরিশালের ঝালকাঠি পৌরসভার উদ্যোগে যথাযোগ্য মযার্দা মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে পৌর চত্বরে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন মাধ্যমে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার। পরে সকাল সাড়ে ১১ টায় বঙ্গবন্ধু কর্নারে স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভায় ও দোয়া মোনাজাতে পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগ আহবায়ক ও কাউন্সিলর রেজাউল করিম জাকির, কাউন্সিলর হুমায়ুন কবির, কাউন্সিলর আবদুল কুদ্দুস হাওলাদার, পৌরসভার সচিব শাহীন সুলতানা প্রমুখ।
পরে জাতির জনক বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানসহ সকল বীর শহীদের আত্মার শান্তি, জাতির শান্তি,সমৃদ্ধি দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
দোয়ামোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ কাদের। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাকমী পৌর কর্মকর্তা কর্মচারী,কাউন্সিলরসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।