টঙ্গীতে আওয়ামী লীগের উঠান বৈঠকে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল

0
109

আলিফ আরিফা, গাজীপুর জেলা প্রতিনিধঃ গাজীপুরের টঙ্গীতে ৪৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগ আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব প্রস্তুতি উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৯শে নভেম্বর সন্ধ্যায় টঙ্গী নোয়াগাঁও মোহাম্মদ আব্দুল মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আয়োজিত উঠান বৈঠক ৪৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক বজলুর রশিদের সভাপতিত্বে ও কাউন্সিলর নুরুল ইসলাম নুরুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতি রহমান মতি, টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলুল হক, টঙ্গী আঞ্চলিক শ্রমিক লীগের নেতা মতিউর রহমান মতি বি কম, টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মনির হোসেন,গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবী লীগের সিনিয়র সহ সভাপতি নুর মোহাম্মদ মামুন, টঙ্গী থানা স্বেচ্ছাসেবী লীগের সভাপতি কেএম নাসির উদ্দিন, গাজীপুর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কাইয়ুম সরকার, গাজীপুর মহানগর মটর শ্রমিক লীগের সভাপতি লিটন মহাজন,টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহজাদৎ সেলিম লিটন সহ ৪৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here