শাহ মোঃ জালাল উদ্দীন, হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জ শহরে টমটমভাড়া উঠানামা ৫ টাকা রেখে দুরত্ব অনুযায়ী ভাড়া নির্ধারণ, লোডশেডিং ও যানজট নিরসনের জন্য তিনটি রোডে তিনশত করে নয়শত টমটম চালু রেখে এবং শৃঙ্খলাবদ্ধ গাড়ি চলাচলের জন্য ড্রাইভারদের ড্রেস, গলায় আইডি কার্ড এবং তিনরোড তিন কালারের গাড়ির ব্যবস্থাসহ ৯ দফা দাবিতে হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদের গণস্বাক্ষর কর্মসূচী উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা এবং সাবেক আহ্বায়ক জনাব মো: আব্দুল্লাহ ।
বুধবার ১৭ই মে রাত্র ৮ ঘটিকার সময় সংগঠনের জরুরী বৈঠক শেষে হবিগঞ্জ শহরের আর ডি হল প্রাঙ্গনে গনস্বাক্ষর কর্মসূচী উদ্বোধন করা হয়, তখন বক্তারা বলেন গনস্বাক্ষর কর্মসূচী শেষ হওয়ার পর নতুন কর্মসূচী দেওয়া হবে যদি ৯ দফা দাবী বাস্তবায়ন না হয় এবং দাবী আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচী অব্যাহত থাকবে।