মোঃমাহফুজুর রহমান, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও জেলা প্রশাসক সন্মেলন কক্ষে ১৪ই মে রবিবার ঠাকুরগাঁও জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন,৫০ বিজিবি’র পরিচালক লে.কর্নেল তানভীর আহম্মদ, এন,এস,আই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন,পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা,রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির,বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,সহ- সভাপতি মাহবুবুর রহমান খোকন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন,উক্ত সভায় জেলার সার্বিক আইন শৃংখলা উন্নতীকল্পে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
উক্ত সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।