মোঃ সুলতান মাহামুদ (পাভেল), ঠাকুরগাঁও থেকেঃ ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেড এর ২৩-২৪ মৌসুমের আখ রোপন উদ্বোধন উপলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পহেলা সেপ্টেম্বর শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সুগার মিলস লি: এর কৃষি বিভাগের আয়োজনে আলোচনা সভায় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো: শাহজাহান কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্রধান (সিপিই) কৃষিবিদ গিয়াস উদ্দিন, বিশেষ অতিথি ঠাকুরগাঁও সুগার মিলস লি: এর মহাব্যবস্থাপক (কৃষি) কৃষিবিদ আবু রায়হান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও সুগার মিলস লি: এর মহাব্যবস্থাপক (অর্থ) মো: সাইফুল ইসলাম, কেন্দ্রীয় ইক্ষুচাষী সমিতির সাধারন সম্পাদক মো: আনোয়ার হোসেন, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো: উজ্জ্বল হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, ঠাচিক এর মহাব্যবস্থাপক (কারখানা) মো: মমিন হোসেন, মহাব্যবস্থাপক (প্রশাসন) সুভাষ চন্দ্র সিংহ, কেন্দ্রীয় ইক্ষু চাষী সমিতির সভাপতি মো: আবুল জালাম আজাদসহ চিনিকলের বিভিন্ন কর্মকর্তা ও ঐ গ্রামের আখচাষীগণ। এ সময় মিলস গেট পুর্ব হরিহরপুর গ্রামের আখচাষী মো: নুরুজ্জামান গোলাপের শুন্য দশমিক ৩০ একর জমির নালা পদ্ধতিতে করা বিএসআরআই আখ-৪৮ জাতের েেত এবং পাশ্ববর্তী মিলস্ গেটের পশ্চিমের চিলারং গ্রামে জাহাঙ্গীর হোসেনের রোপা পদ্ধতিতে করা শুন্য দশমিক ৫০ একর জমির ঈ-৩৭ জাতের আখ ক্ষেতে চারা রোপনের মাধ্যমে ২৩-২৪ মৌসুমের উদ্বোধন করা হয়। পরে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। মিল কর্তৃপক্ষ জানান, ২৩-২৪ মৌসুমে আখ রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয় ৭ হাজার একর। ২২-২৩ রোপণ মৌসুমে দন্ডায়মান আখের পরিমাণ ৪ হাজার ৬১০ একর। ২৩-২৪ মাড়াই মৌসুমে চিনিকলে আখ মাড়াই এর লক্ষ্যমাত্রা ৮০ হাজার মে: টন। ২৩-২৪ মাড়াই মৌসুমে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫ হাজার ২শ মে: টন ও ২৩-২৪ মাড়াই মৌসুমে চিনি আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয় ৬ দশমিক ৫০ শতাংশ।