ডাকাত সাহাব উদ্দিন অস্ত্র -কার্তুজসহ গ্রেপ্তার

0
54

মোঃ ওসমান গনি ইলি, কক্সবাজার থেকেঃ কক্সবাজারের ঈদগাঁও থেকে সাহাব উদ্দিন নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছেন ঈদগাঁও থানার পুলিশ। তার কাছ থেকে অস্ত্র, কার্তুজ উদ্ধার করা হয়েছে । আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঈদগাঁও বাসস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত সাহাব উদ্দিন ইসলামাবাদ ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেলেও তাৎক্ষণিক তার পিতার নাম জানা সম্ভব হয়নি। থানার ওসি মোঃ আবদুল হালিম এর সাথে মোঠফোনে যোগাযোগ করলে তিনি বলেন , ধৃত সাহাব উদ্দিন পেশাদার ডাকাত, আজকের রাতে ঈদগাঁও ঈদগড় সড়কে ডাকাতি করতে বের হয়েছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বাসস্টেশনের ঈদগড় রাস্তার মাথায় অস্থায়ী চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় ঈদগড় মুখি একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে তার কোমর থেকে দেশীয় তৈরি একটি এলজি ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। তিনি আরো বলেন আইনানুগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে থানা হেফাজতে আনা হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here