এম এ কাদেরঃ সাংবাদিক আমিরুল মোমেনীন মানিক এর পেইজ থেকে সোসাল মিডিয়ায় প্রকাশিত ” ডিআরইউ সাহিত্য সম্মাননা নিতে পেরেছি” কৃতিত্ব যা হুবহু তুলে ধরা হল।
পৃথিবীর বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতার সঙ্গে হযরত শাহজালাল এর সাক্ষাৎ হয়েছিল চাঁদপুরে। হযরত শাহজালাল ইবনে বতুতাকে একটি চাদর উপহার দিয়েছিলেন। বহু বছর পর সেই চাদর পাওয়া যায় সিলেটে।
অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ স্যারের সামনে বসে অসাধারণ এই ইতিহাস শুনেছিলাম একদিন । ক’দিন আগে ছিল স্যারের জন্মদিন।
সময়ের দাহকালে জ্ঞানের এক দীপ্তসূর্য সায়ীদ স্যার। কেবল বই নিয়ে এরকম নিরন্তর ধ্যান করার মানুষ এই যুদ্ধাংদেহি পৃথিবীতে খুব কমই আছেন !
আমার সৌভাগ্য যে, আমি অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ স্যারের কাছ থেকে ২০১৬ সালে ডিআরইউ সাহিত্য সম্মাননা নিতে পেরেছি । ছবিতে আরো দু’জন বিখ্যাত মানুষ আছেন। একজন ‘তবক দেওয়া পান’ এর প্রাণপুরুষ কবি আসাদ চৌধুরী, অন্যজন এই মুখর নগরে সৃজনের বৃক্ষ কথাসাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম ।
অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ স্যারসহ ৩জনই বেঁচে আছেন। এই তিনজনকে নিয়ে এরকম একটা আয়োজন হয়ত সহসা হবেনা। কিন্তু স্মৃতির এপিটাফে এই ছবিটি যুগ যুগ ধরে প্রেরণা দিয়ে যাবে ।