তারাকান্দা থানায় নির্বাচন উপলক্ষে পুলিশ সুপারের মত বিনিময় সভা

0
385

মোঃ কামরুল ইসলাম খান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দা থানায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে তারাকান্দা থানায় কর্মরত সকল পর্যায়ের অফিসারদের সাথে পুলিশ সুপার এর আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯শে ডিসেম্বর বিকাল সারে চার ঘটিকায় তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে তারাকান্দা থানা কস্পাউন্ডে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা পিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আতাহারুল ইসলাম তালুকদার এএসপি ফুলপুর সার্কেল। উক্ত মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ রফিকুল ইসলাম, সহ সকল এসআই ও এএসআই বৃন্দ, সকল কনস্টেবল বৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার ময়মনসিংহ তার বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি গ্রহনযোগ্য, অবাধ, নিরপেক্ষ করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। এর আগে থানায় আগমনের সাথে সাথে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। তারাকান্দা থানার বর্তমান আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here