স্টাফ রিপোর্টারঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও লেখক ড. তারেক শামসুর রেহমানের মরদেহ রাজধানীর উত্তরায় নিজ ফ্ল্যাটে দরজা ভেঙ্গে উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উত্তরার ১৪ নম্বর সেকশনে নিজের ফ্লাটে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছেন উত্তরা বিভাগের উপ কমিশনার মো.শহিদুল্লাহ।
কমিশনার মো.শহিদুল্লাহ জানান, ওই ফ্ল্যাটে ড. তারেক শামসুর একাই থাকতেন। স্ত্রী ও সন্তান দেশের বাইরে থাকেন। সকাল সাড়ে আটটার দিকে গৃহপরিচারিকা বাসায় এসে অনেক ডাকাডাকি করার পরও ভেতর থেকে সাড়া মেলেনি।
পরে সাড়ে ১১টার দিকে দরজা ভেঙ্গে ভেতরে ঢোকা হয়।
উত্তরা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার কামরুজ্জামান সরদার বলেন, “আমরা দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখি তার মরদেহ অর্ধেক বাথরুমে আর অর্ধেক ঘরের মধ্যে পড়ে রয়েছে। প্রাথমিক পরীক্ষা করেই নিশ্চিত হওয়া যায় তিনি মারা গেছেন।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।