তুমি এক মহীয়সী নারী – সোহেল খান দূর্জয়

0
56

আমার প্রথম নারী বিষয়ক অলাইন পাতা তুমি মহীয়সী

এক আদর্শ নারী ডটকম
সকল নারীর চেতনায়
নারীর প্রেরণায় তুমিই উত্তম
আমরা লিখবো এবং জানাবো
সকলকে তোমায় মহীয়সী নারী
তুমিই এই বাংলা মায়ের
আদর্শ অনুপ্রেরণা তুমিই গরিয়সী,

জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা
তোমার কারণে নারী প্রগতি
নারী অগ্রগতি নারী পাবে সন্মান
আমরা জানি তোমার জ্ঞানের
দ্বীপ শিখা জ্বলবেই অনির্বান
নারীর অধিকার বুঝবে শহর
থেকে গ্রামবাসী আমরা পড়বো
ও জানবো নারী যতো মহীয়সী।

তোমার জন্যে নারী নির্যাতন
নিপিড়নের বিরুদ্ধে হবে সোচ্চার
করিবে প্রতিবাদ যেন আর না
হয় জুলুম অন্যায় অত্যাচার
তোমার সাহসের শক্তিতে যত
সংঘাত কালো হাত ভেঙ্গে চুরে
হবে এই বাংলায় খানখান
তোমার কারণেই লিখবো
আমরা মানুষের মাঝে নেই
কোনো উঁচু নিচুর ব্যবধান।

তোমার কারণেই নারী হবে
বাংলার অনণ্যা নারীই হবে
গরিয়সী মহীয়সী নারীর
প্রেরণা মহীয়সী হোক সাহসী
তুমিই নারীর চলার শক্তি নারী
প্রগতির মসি মহীয়সীর চলার
পথ হোক অপরিসীম দূরদর্শি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here