বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দশম শ্রেণির ছাত্রকে হামলা করে হাতুড়ি পেটা করলেন চাচতো ভাইয়েরা। গুরুতর আহত সাখাওয়াত হোসেন (১৬) কে এলাকাবাসী উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেছেন।
পুত্রকে রক্ষা করতে গিয়ে ছাত্রের মা শরীফা বেগম (৩৬) ও আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার ঘটনাটি ঘটেছে ১৫ জুলাই শুক্রবার বিকাল ৪টায় বানিয়াচং উপজেলার ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের রঘুচৌধুরী পাড়া গ্রামে।
এলাকাবাসী ও আহত ছাত্রের পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের কারণে আপন চাচাতো ভাই আজিজুল (৩৮), ইজাজুল (৩০) ও আজিজুলের বোন জামাই জাহানুর(৪০) সংঘবদ্ধ হয়ে সাখাওয়াত কে হাতুড়ি পেটা করেন। এ সময় পুত্রকে রক্ষা করতে গিয়ে ছাত্রের মা ও আহত হয়েছেন। আহত ছাত্র সাখাওয়াত তার বাবা মায়ের একমাত্র সন্তান।
তার বাবা রঘুচৌধুরী পাড়া গ্রামের আব্দুল মান্নান দীর্ঘদিন যাবত সৌদি আরবে প্রবাসী হিসেবে রয়েছেন। সাখাওয়াত বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় ও তার বাবা প্রবাসে থাকার কারণে হিংসামূলকভাবে প্রায় সময়ই মা ও ছেলের সাথে ঝগড়ায় লিপ্ত হয় হামলাকারীগণ।
এ ব্যাপারে আহত ছাত্রের মা শরীফা বেগম জানান,অকারণে প্রায় সময়ই আমার ও আমার ছেলের সাথে আমার ভাসুরের ছেলেরা ঝগড়ায় লিপ্ত হয়। আমি এর বিচার চাই।