দাঁতমন্ডলের পবিত্র ওরশ মাহফিল ২৫শে ফেব্রুয়ারী শনিবার 

0
92

এম এ কাদেরঃ মুর্শিদে বরহক,শাহ্ সূফি হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা ফকির মুহাম্মদ আবু সাঈদ আল-ক্বাদেরি (রঃ) -এর স্মরণে
আজিমুশ্বান পবিত্র ওরশ মাহফিল দাঁতমন্ডল
গাউছিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।

মাহবুবে গাউছুল আজম, ওলিয়ে কামেল, হযরত সৈয়দ মিরান শাহ্ তাতারী বাগদাদি (রঃ)- এর সুযোগ্য খলিফাইয়ারার পর (রা)।

হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা শাহ্ সূফি ক্বারি মুহাম্মদ আतृন আজज আन কাদের র্গদি -এর
৬৬ তম ওফাত উপলক্ষে ১২ই ফাল্গুন,শনিবার,১৪২৯ বাংলা ২৫ ফেব্রুয়ারী উক্ত ওরশ মাহফিলে দেশ বরেণ্য সু-প্রসিদ্ধ ওলামায়ে কেরামগণ জ্ঞানগর্ভ ওয়াজ করবেন। উক্ত ওরশ মাহফিলে দলে দলে যোগদান করে দুনিয়া ও আখেরাতের অশেষ নেকী হাসীল করুন।

(আরজগুজার):  দাঁতমণ্ডল গাউছিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরিফের সাহেবজাদা গণ।

উক্ত ওরশ মাহফিলে দলে দলে যোগদান করে দুনিয়া ও আখেরাতের অশেষ নেকী হাসীল করুন। বিঃদ্রঃ- মহিলাদের আসা সম্পূর্ণ নিষেধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here