দিনাজপুরে ৩৬ কেজি গাঁজাসহ আটক – ০৪

0
106

মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর ( রংপুর)  প্রতিনিধিঃ দিনাজপুর সদর, কাহারোল ও বোচাগঞ্জে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজা ও নারীসহ ৪ মাদককারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রবিবার ১৫ই অক্টোবর সকালে ডিএনসি জেলা কার্যালয়ের বিভিন্ন টিম এই অভিযান চালায় ।

আটককৃতরা হলেন, দিনাজপুর সদরে রামনগর হীরাহার এলাকার মোছাঃ পিংকি ও তার স্বামী রাশেদ আলী, কাহারোল উপজেলার রামচন্দ্রপুর এলাকার ফারুক হোসেন এবং বোচাগঞ্জ উপজেলার মানিকপুর এলাকার আব্দুল কাদের। বিষয়টি নিশ্চিত করে ডিএনসি জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: শহিদুল মান্নাফ কবীর জানান, চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ উপজেলার মানিকপুরে নিজ বাড়িতে সুকৌশলে লুকিয়ে রাখা ৩০কেজি গাঁজাসহ মাদককারবারি মোঃ আব্দুল কাদেরকে আটক করা হয়। একই দিনে ডিএনসি’র পূর্বের মামলার পলাতক আসামি রাশেদ আলী তার স্ত্রীকে সাথে নিয়ে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর এলাকায় মাদককারবারি ফারুক হোসেনের বাড়িতে গিয়ে গাঁজা কিনে, নিজ এলাকা রামনগরে সরবরাহের উদ্দেশ্যে ক্রয় করেছিল, তবে আগে থেকেই ওৎ পেতে থাকা ডিএনসির টিম তাৎক্ষণিকভাবে ঐ বাড়িতে ঢুকে ৬ কেজি গাঁজাসহ ক্রেতা-বিক্রেতা ৩ জনকেই আটক করে । আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here